Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

পথ

পথ





 
আমরা তো লোকজন স্বাভাবিক
হই না তো সহজেই অস্থির
চাইবার একদম কিছু নেই
যা-ই আছে তাতে সন্তুষ্ট।

মনে আর কষ্টের কিছু নেই
থাকলেও মন থেকে নেই তো
এ নিয়ে কী আছে কেউ ভাববার
দুঃখ লাঘব হবে হয়তো।

অন্তর ভরা সব কথা আজ
নিজেকেই ঠিক ভাবি দিন শেষ
ঠিক পথে চললেও হোঁচটে
ল্যাং মেরে কেউ দেয় কষ্ট।

আমরা তো পথ চলি নির্ভীক
কাঁটাতেই পথ থাকে পূর্ণ
তবুও যে সেই পথ মাড়াতেই
আমরা তো প্রতিজ্ঞাবদ্ধ।

 

কমেন্ট বক্স