Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার ৩ বিশেষ সহকারী নিয়োগ

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার ৩ বিশেষ সহকারী নিয়োগ ছবি সংগৃহীত
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়ে তিনটি মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার তিন বিশেষ সহকারী হলেন—খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান ও অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।

রোববার (১০ নভেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান এবং অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।

রুলস অব বিজনেস অনুযায়ী খোদা বকশ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সায়েদুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং আমিনুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স