Thikana News
২৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

সোলেইমানি হত্যার বিচার নিশ্চিতের অঙ্গীকার করল ইরান

সোলেইমানি হত্যার বিচার নিশ্চিতের অঙ্গীকার করল ইরান ছবি : সংগৃহীত
ইরানের সাবেক শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার বিচার নিশ্চিতের অঙ্গীকার করল ইরান। ডোনাল্ড ট্রাম্পকে হত্যার কোনো কথিত পরিকল্পনা নেই বলে লিখিত আশ্বাসের বিষয়ে মার্কিন গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে ইরানের কূটনীতিক মিশন এ ঘোষণা দেয়।

১৫ নভেম্বর (শুক্রবার) কূটনীতিক মিশন জানায়, ইসলামি প্রজাতন্ত্র ইরান বহু বছর আগে ঘোষণা করেছে, তারা আইনি ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষের মাধ্যমে শহীদ সোলাইমানিকে হত্যার বিষয়টি অনুসরণ করছে। আন্তর্জাতিক আইনের সুপরিচিত নীতিগুলোও পুরোপুরি মেনে চলা হচ্ছে।

২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ড্রোন হামলা চালিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার জেনারেল সোলাইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যা করে মার্কিন সামরিক বাহিনী।

ইরান ও ইরাক বারবার বলেছে, আন্তর্জাতিক আইনের অধীনে এই হত্যাকাণ্ডের অপরাধী, সংগঠক এবং পৃষ্ঠপোষকদের জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়া তাদের বৈধ অধিকার।

জেনারেল সোলাইমানিকে সমসাময়িক সময়ে বিশ্বে সবচেয়ে আলোচিত সমরবিদ মনে করা হচ্ছিল। তিনি মধ্যপ্রাচ্যসহ পুরো সমরজগতের বিশেষ নজরে ছিলেন। সিআইএ-মোসাদের হিটলিস্টে সোলাইমানি ছিলেন শীর্ষে- এমন তথ্যও আসে।

জেনারেল সোলাইমানি নিজ দেশ ইরানে হাজি কাসেম নামে পরিচিত। তিনি রেভল্যুশনারি গার্ডের একজন কমান্ডার হলেও অলিখিতভাবে তার পদমর্যাদা দেশটির যে কোনো সামরিক কর্মকর্তার ওপরে ছিল।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স