Thikana News
২৪ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

দুই দেশের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

দুই দেশের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ছবি : সংগৃহীত
রাশিয়া ও ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ১৮ নভেম্বর (সোমবার) দেশটির সরকারি হালনাগাদ তথ্যে বিষয়টি জানানো হয়।  

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, সোমবার একটি ইরানি এয়ারলাইন, একটি শিপিং গ্রুপ ও রাশিয়ান জাহাজ পোর্ট ওল্যা-৩-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমারা। এই নিষেধাজ্ঞা মিশনে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন ও এর অর্থনীতিকে ঘায়েল করতেই এই মিশন। তবে শুধু রাশিয়া নয়, মস্কোকে সহায়তার অভিযোগে আরও বিভিন্ন দেশের প্রতিষ্ঠান ও সংস্থার ওপর সমান তালে নিষেধাজ্ঞা আরোপ করছে তারা।

এই তালিকায় শত্রু ও মিত্র—সব দেশের নামই যুক্ত হচ্ছে। যেমন চীন ও ইরানের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি মাঝে মাঝে বিভিন্ন ভারতীয় কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

রাশিয়া ও এর মিত্রদের ওপর নিষেধাজ্ঞা আরোপ ছাড়াও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থ ও অস্ত্র দিয়ে আসছে। তবে এবারের যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় মার্কিন ও পশ্চিমা সহায়তা নিয়ে কিয়েভে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই যুদ্ধ বন্ধে এত দিন কঠোর অবস্থান নিলেও এখন সুর নরম করে কথা বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স