অতিরিক্ত খাবার খেয়ে হাঁসফাঁস। লবণ দিয়ে কয়েক টুকরো আমলকি চিবিয়ে নিলেই এক ঘণ্টায় হজম হয়ে যাবে খাবার। কাঁচা বা শুকনো আমলকি হজমি হিসেবে খাওয়ার চল রয়েছে। আমলকি দিয়ে আচারও হয়। আবার রূপচর্চাতেও কাজে লাগে এই ফল। কিন্তু, কখনো আমলকির স্যুপ খেয়েছেন কি?
পুষ্টিবিদরা বলেন, ভিটামিন সি সমৃদ্ধ ফলটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর আমলকি চুল এবং ত্বকের জন্যও উপকারী। এতে রয়েছে ফাইবার, আয়রন, ফ্যাটি অ্যাসিডও। ফাইবার থাকার জন্যই আমলকি হজমে সহায়ক। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক ফলটি। শীতের মৌসুমে গরম স্যুপ খেতে সকলেরই ভালো লাগে। আমলকি দিয়ে কীভাবে স্যুপ তৈরি করবেন?
উপকরণ
* ৫-৬টি আমলকি
* ৫-৬টি গোলমরিচ
* এক চা-চামচ জিরা
* এক চা-চামচ গোটা ধনে
* দুইটি কাঁচালঙ্কা কুচি
* আধ চা-চামচ হলুদ
* স্বাদমতো লবণ
* আধা কাপ সেদ্ধ করা মুসুর ডাল
* ফোড়নের জন্য কয়েকটি কারিপাতা
* দুইটি শুকনো লঙ্কা
* এক টেবিল চামচ ঘি
স্যুপ তৈরির পদ্ধতি
প্রথমে আমলকি ধুয়ে শুকিয়ে বীজ বাদ দিয়ে টুকরো করে কেটে নিতে হবে। আমলকি, গোলমরিচ, কাঁচালঙ্কা, লবণ, জিরা ও হলুদ দিয়ে একসঙ্গে মিক্সারে বেটে নিতে হবে।
কড়াইতে আধা কাপ রান্না করা ডাল, এক কাপ পানি এবং আমলকির মিশ্রণ দিয়ে আঁচ কমিয়ে ফুটতে দিন। এবার একটি কড়ায়ে ঘি দিয়ে তাতে গোটা ধনে, কারিপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে স্যুপে মিশিয়ে নিতে হবে।
দিন হোক বা রাত, যেকোনো সময় গরম গরম এই স্যুপ খেলে ত্বকে যেমন জেল্লা ফিরবে, আবহাওয়া পরিবর্তনের সময় দূরে থাকবে রোগবালাইও।
ঠিকানা/এসআর
                           
                           
                            
                       
    
 
 


 ঠিকানা অনলাইন 
                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
