কেমন আকাশ বলো আমাদের হবে
সমুদয় নীল, উন্মীল আলোক, যদি নিভে যায়
হেরে যায় যদি, চন্দ্র-সূর্য-তারা, ছায়াপথ!
চেয়ে আছি দূর পথে, অধীর নয়ন
খননের পর যদি মিলে যায়, সুদিনের সে স্বর্ণকমল।
আশা জাগে নদে, ভাটির জীবনে ভাসে, বিদীর্ণ কঙ্কাল;
যদি-বা দাঁড়িয়ে যায় সামর্থ্যরে শেষটুকু ছুঁয়ে
নক্ষত্ররাজির ঢেউ, ধরে রেখে, বুকের জমিনে।



জাফর ওবায়েদ


