Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

যৌবনের ভাবনা

যৌবনের ভাবনা





 
কেউ আর এখন শুনতে চাই না
ধর্মের কোনো বাণী,
ধর্মের চেয়ে অধর্মই বেশি আজ
সবাইকে দিচ্ছে হাতছানি।

কী-বা দরকার এত কম বয়সে
ওসব ধর্মের কথা শুনে?
এখন কি আর পারা যাবে রে
অত সবকিছু মেনে?

আমাদের যে এখন রক্ত গরম
যৌবন বয়সের তেজে,
মন ভোলাব শত পুরুষ-নারী
বাহারি রঙেতে সেজে।

জীবনটাকে উপভোগ করার
এই তো সঠিক সময়,
ফিরে কি পাব একবার যদি
এ সময় চলে যায়?

কী হবে এখন ওসব পর্দা করে
মাওলানা মৌলভি সেজে?
রঙিন চোখে ওসব লাগে সেকেলে
দারুণ, মরি যে শরমে লাজে।

মোর আসবে যখন প্রৌঢ় বয়স
ধরব বাঁকা লাঠি,
খুঁজব তখন কোথায় রয়েছে
জায়নামাজের পাটি।

নামাজ কালাম পড়ব তখন
তসবি নেব দুই হাতে,
কিতাব খুলে দেখব তখন
কী লেখা আছে তাতে।

ফুরাবে যখন দেহের সব শক্তি
রক্তটাও হবে শীতল,
বলব তখন মুুয়াজ্জিন ভাইরে
মসজিদের দ্বারটা খোল।
 

কমেন্ট বক্স