হাঁটছি আমি একলা রাতে
নির্জনতা আছেই সাথে!
জ্বলছে তারার বাতি,
ভিন্নতার এক বাজাচ্ছে সুর
আজকে যেন রাতি।
দেয় জোনাকি আলো জ্বেলে
চাঁদ হাসে বেশ জ্যোৎস্না ঢেলে!
গায় ঝিঁঝি একটানা,
নিঝুম রাতে ডাকছে প্যাঁচা
ভয় ধরা গায় গানা!
ফুলের সুবাস পাচ্ছি নাকে,
দিচ্ছে ঢেলে বাতাস তাকে!
লাগছে যে বেশ ভালো,
যেই সরে মেঘ চাঁদের হাসি
অমনি ছড়ায় আলো।
পাচ্ছি নরম ঘাসের আদর
হিম কুয়াশা মেলল চাদর!
যায় না দেখা দূরে,
চলে এলাম বাড়ির কাছে
অনেকটা পথ ঘুরে।



সুজন দাশ


