একবার বললেই হতো ভালোবাসি
আমি গলায় পরতাম ফাঁসি
না বলার কথার জোর নাই
ভালো আছ ভালো থাকো
এই শুধু চাই।
তুমি তো আমার ব্যথা বোঝো না
নীল এত ভালোবাসি কেন
তাও কভু খোঁজ না।
তাই আমি দূরে দূরে
তুমিও যাও সরে
সাগরের ঢেউয়ের মতো
আমিও নীল বেদনারত।
তুমি তো আকাশ দেখো না
আমি দেখি বারবার
ঐখানেই বলে যাই
কষ্ট যা আমার।
তুমি তা শুনবে না
তুমি যে আকাশ দেখো না
ওখানেই থাকি আমি নিরালায়
সঙ্গী হওনি কভু তুমি
আমার নীল বেদনায়।



মিজানুর রহমান মিজান


