টানা তিন টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডবুকে তোলপাড় তুলেছেন ভারতীয় উদীয়মান ক্রিকেটার তিলক ভার্মা। তিনি এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন আইকন। সম্প্রতি তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের হয়ে টি-টোয়েন্টি সিরিজে টানা দুটি সেঞ্চুরি করেন। এরপরই বিশ্ব ক্রিকেটের আলোচনায় চলে আসেন। এর পরবর্তীতে ২৩ নভেম্বর (শনিবার) তিনি আবার সেঞ্চুরির দেখা পান। তবে সেটি আইসিসি স্বীকৃত টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। এতে করে আইসিসি স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একমাত্র ব্যাটার হিসেবে সেঞ্চুরির হ্যাটট্রিক করলেন তিনি।
২৩ নভেম্বর (শনিবার) রাজকোটে হায়দরাবাদের হয়ে মেঘালয়ের বিপক্ষে ম্যাচে তিলক ১০ ছক্কা মারেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচে মারেন ১০টি, তার আগের ম্যাচে মারেন ৭টি। সবমিলে শেষ ৩ টি-টোয়েন্টি ম্যাচে তিলক শুধু ছক্কাই মেরেছেন ২৭টি। এই ৩ ম্যাচে ১৬৯ বলে করেছেন ৩৭৮ রান!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একজন ব্যাটার হিসেবেই তিলক পরিচয় পেয়েছিল। উইকেট ধরে রেখে ১২০-১৩০ স্ট্রাইক রেটে ব্যাট করার ক্ষমতা রয়েছে তার। তবে শেষ তিন ম্যাচে তিনি যা করেছেন, তাতে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন এই বাঁহাতি ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেটে ২০২৩ সালের আগস্টে অভিষেক হয় তিলকের। কিন্তু প্রথম এক বছর দলে থিতুই হতে পারেননি, আসা-যাওয়ার মধ্যে ছিলেন। বাংলাদেশের বিপক্ষে অক্টোবরে ইনজুরি আক্রান্ত শিবম দুবের জায়গায় সুযোগ পেলেও একাদশে জায়গা হয়নি। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি দেখা পান ১৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যেখানে তিনি অপরাজিত ৫৬ বলে ১০৭ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন।
ভারতীয় স্কোয়াডে টি-টোয়েন্টিতে ৩ নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া চাট্টিখানি কথা নয়। কেননা এ জায়গাতে রিশভ পন্ত খেলে থাকেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফির ব্যস্ততার কারণে সেখানে খেলার সুযোগ পান তিলক। পেয়েই সেটিকে কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও ৪১ বলে সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৭ বলে ১২০ রান করে।
আর আজ মুশতাক ট্রফিতে তার সেঞ্চুরির ইনিংস দেখে এটা প্রতীয়মান যে তিনি টি-টোয়েন্টিতে রাজত্ব করতে এসেছেন। এবারের আইপিএলের আসরে মুম্বাই ইন্ডিয়ানস তিলককে ৮ কোটি রুপিতে ধরে রেখেছে। তা না হলে আগামীকালের আইপিএল নিলামে দামটা আরও বাড়িয়েই নিতে পারতেন!
ঠিকানা/এএস