Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫
লিগস কাপ

ফের জোড়া গোলে মায়ামির জয়ের নায়ক মেসি

ফের জোড়া গোলে মায়ামির জয়ের নায়ক মেসি ছবি সংগৃহীত
আবারও ইন্টার মায়ামির জার্সিতে জোড়া গোল করলেন লিওনেল মেসি। নতুন ক্লাবে তিন ম্যাচেই আর্জেন্টাইন সুপারস্টারের গোল হয়ে গেল পাঁচটি।

লিগস কাপে ২ আগস্ট বৃহস্পতিবার রাউন্ড অব ৩২-এর ম্যাচে অরলান্ডো সিটির বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নেয় মায়ামি। প্রথমার্ধের শুরুতেই দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। দারুণ জয়ে মায়ামি পা রাখে প্রতিযোগিতার শেষ ষোলোয়।

এর আগে লিগস কাপেই ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির। সেই ম্যাচে যোগ করা সময়ে ট্রেড মার্ক ফ্রি কিকে গোল করে দলকে জয় উপহার দিয়েছিলেন তিনি।

একই প্রতিযোগিতায় আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচে করেছিলেন জোড়া গোল। অরলান্ডো সিটির বিপক্ষেও স্বমহিমায় ভাস্বর হলেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

এদিন মেসি সপ্তম মিনিটেই দলকে এগিয়ে নেন। মায়ামির জার্সিতে এখন পর্যন্ত যা তার দ্রুততম গোল। আগের ম্যাচে অষ্টম মিনিটে গোল পেয়েছিলেন তিনি।

অবশ্য মেসির গোলের ১০ মিনিট পরই অরলান্ডো সমতা টানে ম্যাচে। দলটির পক্ষে গোল করেন সিজার আরাউজো।

দ্বিতীয়ার্ধে জোসেফ মার্তিনেজ স্পট কিক থেকে গোল করলে ফের লিড নেয় মায়ামি। ৭২তম মিনিটে মেসি নিজের দ্বিতীয় গোল আদায় করলে দলটি এগিয়ে যায় ৩-১ গোলে। পরে এই ব্যবধান ধরে রেখেই জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

১২ মিনিটের যোগ করা সময়ে অরলান্ডো অবশ্য গোল পেয়েছিল। তবে সিজার আরাউজোর গোলটি ভিএআরের সাহায্যে রেফারি বাতিল করেন। অফসাইডে ছিলেন দলটির রামিরো এনরিক।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স