Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

সময়

সময়





 
কালের কোলে বসে, সময়ের আলিঙ্গনে,
দেহের প্রতি কোষে, শান্তির গভীর সঙ্গমে,
জীবনযুদ্ধ ভুলে, মনকে দাও বিশ্রাম,
স্বাধীন করো মন, দেহই মহা আশ্রম।

রঙিন চশমা তলে, অপূর্ব প্রকৃতি বেমানান,
ছুঁয়ে কি দেখেছ কভু, সবুজ কোমল পাতারে,
শিশু মেয়েটির মতো সাপের বেণি দোলায়ে।
স্বপন তলে লুকায়, বাস্তব জীবনসংগ্রাম।

সময় সংকীর্ণতায়, আহাজারি হাহাকার,
লক্ষ্য স্থির করে, করো সময়ের ব্যবহার।
ভাবনার ভুবন ছাড়ি, ঢাকি মনোবেদনা,
এই ক্ষণ, করো পণ, লক্ষ্য সাধন সাধনা।

যে রবি ছড়িয়েছে আলো, সময় গুনে গুনে,
যে শশী স্নিগ্ধতা ছড়ায় মন, বন, লতায়,
রবি, শশী দুজনায় বাঁধা সময়ের বন্ধনে।
হাল ধরো, পাল তোলো, লক্ষ্য সাধনায়।

অমূল্য সময় করো নাকো, অপচয় ভাবনায়,
শুরু করো আজ, করো নাকো লাজ, সময় গড়ায়।
প্রকৃতি ঘোরে, সময়ের হাত ধরে, কতই নিখুঁত।
প্রতি কাল ক্ষণ, করে নাও আপন, লভিবে অযুত।

কমেন্ট বক্স