কাঠ পেন্সিলে আঁকা সময়ের আল্পনা;
ইরেজারে মুছে ফেলা যায় জেনেও-
স্বযত্নে লালন করি কষ্ট পাওয়ার জন্য।
অদ্ভুত নেশায় আসক্ত বেপরোয়া মন;
ধ্বংসস্তুপে দাঁড়িয়েও স্বপ্নে বিভোর
দুধকলায় কালসাপ পোষে বিশ্বাস।
দুঃখগুলো অজান্তে পিষে মারে রোজ
সব আছে তবু যেন সুখের নাই খোঁজ।



তুহীন বিশ্বাস


