ঐ ঘড়টা সব সময়ই বন্ধ থাকে ,
এখন আর তেমন একটা হয় না যেতে
ব্যাস্ততার মাঝে সময় গড়িয়ে যায়
প্রয়োজনেই কারো সাথে কাটে কিছু সময়
জীবনের মুহুর্তের স্বাদ এসে দেয় অভয়
কেমন যেন করে হৃদয়ে জাগে দোলা
পূর্ন বয়স্ক পূরুষের মনে জাগে লৌলুপ্ত বাসনা
কখনো ভাবিনি আবার অনুভব হবে পূর্ন যৌবন
পরক্রিয়া বড়ই বেরসিক
খুঁজে বেড়ায় মৌবন
খুলে যায় সেই বন্ধ ঘড়ের নিষিদ্ধ দুয়ার
ধিরে ধিরে উন্মুক্ত হয়
পেষরাশি লাগে জোয়ার
পাপ/ পূন্য ভূলে ত্রিভুজ প্রেমে হই মত্ত
বার বার আশ্রয় হয় নিষিদ্ধ ঘড়ের মিটি মিটি আলোয়
ওগো প্রেয়সী কেন যে হোল তোমার সাথে দেখা
আমি তো ভালই ছিলাম নীত্য একা একা
দেখা হয়ে হৃদয়ে জাগালে
উত্তাল আশা
কখনও কাউকে দেখে বাধেনি মনে স্বপ্ন ভাষা
তুমি যদি চলেই যাবে রিক্ত করে কারাগারে
কেন শিকলের পিন্জরে বেঁধেছ হৃদয় টারে
খেলনা ভেবেই কি খেলেছো গহীন মনের খেলা
তোমার টানে ব্যাকুল হয়ে হারালাম আশ্রয়
অবাধ যেখানে বাসা বাধে দৃঢ়তার পশ্রয়
তাই ভাসলাম হারালাম দুই কুল
সে ছিল নিষিদ্ধ , বুঝতে ছিল আমারই ভূল



সীমু আফরোজা


