Thikana News
২৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

অনাস্থা ভোটে হারলেন ফরাসি প্রধানমন্ত্রী, পতন সরকারের

অনাস্থা ভোটে হারলেন ফরাসি প্রধানমন্ত্রী, পতন সরকারের সংগৃহীত ছবি
অনাস্থা ভোটে হেরে গেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। তার পতনে ভেঙ্গে পড়েছে তাদের সরকার। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন মাত্র তিন মাস আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন মিশেলকে। তবে পার্লামেন্টের নিম্ন কক্ষে এমপিদের অনাস্থা ভোটে সরে যেতে বাধ্য হচ্ছেন স্বল্প সময় প্রধানমন্ত্রী থাকা ফরাসি এই নেতা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, বুধবার পার্লামেন্টে ভোটাভুটিতে ৫৭৭ সদস্যের নিম্নকক্ষে ৩৩১ জন আইনপ্রণেতা অনাস্থা প্রস্তাবের পক্ষে তাদের মত জানিয়ে দেন। এর আগে অনাস্থা ভোটে সর্বশেষ ক্ষমতাচ্যুতির ঘটনা ঘটেছিল ১৯৬২ সালে। এরপর এবার বিদায় নিতে হচ্ছে প্রধানমন্ত্রী বার্নিয়েকে। কিছুদিন ধরেই ফ্রান্সে রাজনৈতিক অচলাবস্থা চলছিল। চাপে ছিল মিশেল বার্নিয়ের সরকার। দেশের পরবর্তী জাতীয় বাজেট পাস করানো নিয়ে এ সংকট আরও জটিল হয়ে ওঠে। একপর্যায়ে বিরোধী আইনপ্রণেতারা সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলেন। বিশ্লেষকরা বলছেন পার্লামেন্টের এই অস্থিরতা দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে। গত গ্রীষ্মে আগাম নির্বাচনের পর পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠ কোনো দল না থাকায় ঝুলন্ত পার্লামেন্ট গঠন করতে বাধ্য হয়েছিল ম্যাক্রোন। অনাস্থা ভোটের পর এখন পদত্যাগে বাধ্য হবেন বার্নিয়ে। এছাড়া যেই বাজেটের সূত্রে তার পতন হলো সেটিও এখন স্থগিত থাকবে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স