বিষণ্নতা গ্রাস করে না
শক্তি দেয় বাঁচার জোয়ারে
দ্বিধান্বিত প্রত্যাশা নির্ভয়ে শীতল করে
অস্বস্তিকর ধরে নিয়ে যাও কুয়াশা কাটা সাগরপাড়ে ॥
স্বাচ্ছন্দ্য স্বচ্ছতায় দুঃস্বপ্নের কল্পনায়
রীতিমতো আশা দেয় অবজ্ঞার ঘূর্ণিঝড়
চরম নির্লিপ্ততা কঠিন করেনি
অতিথি পাখি জলাভূমি চায় সিরামিকে জলতরঙ্গে ॥
বরফ গলছে মেরুতে, মরছে তিমি জলবায়ু সুরক্ষায়
লঘুচাপ শক্তির মাত্রা অর্জন করে সাইক্লোন
অসভ্য যৌবন আশা-আকাক্সক্ষার মুখে ছাই
আমি খুঁজি আমাতে আমায় ভোরের আলোতে ॥



রুদ্র তাপস


