Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

প্রত্যাশা

প্রত্যাশা





 
বিষণ্নতা গ্রাস করে না
শক্তি দেয় বাঁচার জোয়ারে
দ্বিধান্বিত প্রত্যাশা নির্ভয়ে শীতল করে
অস্বস্তিকর ধরে নিয়ে যাও কুয়াশা কাটা সাগরপাড়ে ॥

স্বাচ্ছন্দ্য স্বচ্ছতায় দুঃস্বপ্নের কল্পনায়
রীতিমতো আশা দেয় অবজ্ঞার ঘূর্ণিঝড়
চরম নির্লিপ্ততা কঠিন করেনি
অতিথি পাখি জলাভূমি চায় সিরামিকে জলতরঙ্গে ॥

বরফ গলছে মেরুতে, মরছে তিমি জলবায়ু সুরক্ষায়
লঘুচাপ শক্তির মাত্রা অর্জন করে সাইক্লোন
অসভ্য যৌবন আশা-আকাক্সক্ষার মুখে ছাই
আমি খুঁজি আমাতে আমায় ভোরের আলোতে ॥

কমেন্ট বক্স