Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

হৈমন্তী আসায়

হৈমন্তী আসায়





 
বঙ্গদেশে হৈমন্তীকা আসে নববধূর বেশে,
সোনালী রঙের শাড়ি তার অঙ্গে জড়ায় প্রভাতের সূর্য,
নিশির শিশিরে উল্লাসিত হয়ে নাচে দুর্বাঘাসের শিরে,
তার আগমনে শিউলি কামিনী হিমঝুরি ফুল বরণ ঢালা সাজায় বধূকে বরিবে বলে!

ভ্রমরাকুল গুঞ্জনে সুর তুলে  তাহার খুশির তরে,
মাঠে মাঠে ভরে উঠে পাকা ধান,
চাষিরা কাটায় ব্যস্ত সকাল সাঁঝে,
মুখে ফুটে জৌলুসের হাসি আর রাখালিয়া গান,

নবান্নের উৎসবে মাতোয়ারা সাড়া পাড়া,
যেন আনুষ্ঠানিকতার মধ্য চলছে হৈমন্তীর বিয়ের আয়োজন,
গ্রাম বাংলায় হৈমন্তী আসায় এমনই আচার চলছে যুগযুগান্ত ভর,
যা অপ্রাপ্তিকে ছুঁড়ে খোলে দেয় সম্ভাবনার দুয়ার।
 

কমেন্ট বক্স