মেঘলা আকাশটা ঠিকই স্বচ্ছ হবে
গুমোট অন্ধকার শেষে ফকফকা রোদের হাসি
রৌদ্রস্নানে মগ্ন পরিবেশ হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে পাল্টে দেয় দিনবদলের লীলাখেলা।
লাস্যময়ী হাস্যময়ী যুগলবন্দী জীবনে ঘটে চলে আলো-আঁধারের বোঝাপড়া।
বিপজ্জনক ঝরনার তীরেও কেউ কেউ আবার ফিরে আসে আনন্দের ঘ্রাণ নিতে,
অচেনা প্রান্তরে, অজানা দূর সমুদ্র পাড়ি দেয় কত কত সাহসী তরুণ!
জীবনের হিসাব দাঁড়িপাল্লার মাপকাঠিতে ঠিকই চলে কখনো সরল আবার কখনো বক্ররেখায়।
আঁকড়ে ধরে টিকে থাকার মাঝে চলে জীবনযন্ত্রের আলো-আঁধারের বোঝাপড়া।
 
                           
                           
                            
                       
     
  
 

 কাজী নাজরিন
 কাজী নাজরিন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
