Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

বিশ্বাসের অসুখ!

বিশ্বাসের অসুখ!





 
হাড় জয়েন্টের জায়গাগুলোয় নড়বড়ে অবস্থা
রসহীন মাংসপেশিগুলো ধরে রাখতে অক্ষম প্রায়
কাঠামো তৈরির শক্ত বাঁধন হওয়ার!
মিনমিনে কণ্ঠের একেবারেই জীর্ণশীর্ণ দেহের;
ভীষণ, ভীষণ খারাপ পরিস্থিতি বিশ্বাসের।

দূরে সরে গেছে নির্ভরতা, অদৃশ্যের প্রায় আশ্বাস;
খাদে ভরা প্রেমের মঞ্চে মঞ্চস্থ হওয়া নাটকেÑ
অকল্পনীয় উন্নতি সাধিত হয়েছে অভিনয়ের;
উন্নত হয়েছে মঞ্চ, দক্ষ হয়েছে কলাকুশলীগণ।

এরপরেও সংকটাপন্ন অবস্থা দর্শকদের অভাবে
কমছে না বাড়ছে প্রতিদিন, নিশ্চিহ্ন করতে শান্তি!
এই অস্থিরতা থামাতে, সুস্থতা চাই দ্রুত বিশ্বাসের।

 

কমেন্ট বক্স