Thikana News
০৪ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫





 

ঝরা পাতার অভিলাষ

ঝরা পাতার অভিলাষ





 
আমাদের সেই সময় আজ সমুদ্রে বিলীন,
যে স্বপ্ন বুনেছিলে রংধনুর রঙে
তাও আজ সমুদ্রগর্ভে।
কালের সাক্ষী কেবল নীলাকাশ
তোমার কষ্টগুলো তারা হয়ে জ্বলছে নিরন্তর।
মেঘলা আলোর উসকানিতে অবদমিত আবেগ উগরে আসে।
ভেজা কাকের আর্তনাদে
নষ্ট স্মৃতি নড়ে ওঠে বুকের ভেতর,
বর্তমান থেমে গেছে ভবিষ্যতের
ভাঙা সাঁকোয় দাঁড়িয়ে-।
বাতাস কুমন্ত্রণা দেয় মেঘকে
নিষেধের দেয়াল ভাঙার অভিলাষে।
ঝরা পাতার শব্দে ঝরে পড়ে
আকাক্সক্ষার সপ্তসুর।
 

কমেন্ট বক্স