Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

প্রেম

প্রেম





 
প্রেম হচ্ছে সবচেয়ে আনন্দ
যখন প্রেম হৃদয়ে আসে,
সবকিছুই ভালো লাগে
ছেয়ে যায় পৃথিবী রঙ্গরসে।
রংধনুর ঐ সাতটি রং
মনকে রঙিন করে,
মনটা কেমন ডানা মেলে
পাখির মতো উড়ে।
গুনগুন গান আকাশে আকাশে,
শনশন শব্দ বইছে বাতাসে বাতাসে,
হৃদয় মাঝে ভেসে আসে।
কী যে অনুভূতি
কী যে সুখ মনে,
কত কথা হয় যে চাঁদের সনে।
ফুল পাপড়ি মেলে
প্রেমের ছোঁয়া পেলে,
ভোমর এসে আলিঙ্গনে মেতে উঠেছে,
রঙিন ফুলে ফুলে পৃথিবী সেজেছে।
ঘুম কেড়ে নেয়
স্বপ্নে এসে বারে বার
জাগিয়ে যায়,
প্রেম হচ্ছে পবিত্র,
প্রেমের চেয়ে দামি
আর কিছু নয়।
 

কমেন্ট বক্স