Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

বিজয়ের আক্ষেপ

বিজয়ের আক্ষেপ





 
আমি তো এসেছিলাম মুক্তির বারতায়
তোমাদের আনন্দলোকে,
রক্তে ভেজা মাটি কেন কাঁদে
ব্যথায় সজল চোখে।
আমি তো সহেছি বিজন ব্যথা
দলন-পীড়ন, জ্বালা,
তোমরাই এখন দিয়েছ আমায়
কষ্টের গাথামালা।
শূন্য হয়েছে কত মায়ের বুক
রক্তে ভেসেছে নদী,
পদ্মা, মেঘনা, যমুনা তবুও
কাঁদে কেন নিরবধি?
একই চেতনায় একই প্রেমে
গেয়েছিলে সাম্যের গান,
যুগ যুগ পরে মাটির বুকে
তবুও কেন ক্ষত? এত অপমান?
তাহলে কি বৃথা? যুদ্ধ, স্বাধীন
রক্তঝরা দিন?
ভুলে গেছে দান? মায়ের সম্ভ্রম?
মিছে হলো কি বিজয়ের ঋণ?

 

কমেন্ট বক্স