Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


ছাগল-কাণ্ডের সেই ইফাতের বিরুদ্ধে নারীর মামলা

ছাগল-কাণ্ডের সেই ইফাতের বিরুদ্ধে নারীর মামলা ছবি সংগৃহীত



 
গত ঈদুল আজহায় ১৫ লাখ টাকায় ছাগল কেনার বুকিং দিয়ে আলোচনায় আসা তরুণ মুশফিকুর ইফাতের (২০) বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। গত রোববার (৮ ডিসেম্বর) আফরোজা নামের এক নারী বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি করেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। ইফাত আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, লালমাটিয়া ও ধানমন্ডি এলাকায় ইফাতের গ্যাং বাহিনী রয়েছে। ৭ ডিসেম্বর ধানমন্ডি এলাকায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আব্দুল হামিদ সোয়াদের (১৬) ওপর ইফাত ও তার গ্যাং সদস্যরা হামলা চালায়। এ ঘটনায় ইফাতসহ তিনজনের নাম উল্লে­খ এবং অজ্ঞাত আরও সাতজনকে আসামি করে কিশোর সোয়াদের মা আফরোজা বেগম হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করেছেন। মামলার অন্য দুই আসামি হলেন শেখ রাফিত রহমান (২১) ও তাসরিফ (১৯)।

এ বিষয়ে পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হক বলেন, ইফাতের বিরুদ্ধে মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাগল-কাণ্ডে আলোচনায় আসার পর ইফাত মালয়েশিয়ায় চলে যান। পরে আবার দেশে আসেন। রাজধানীর লালমাটিয়া ও ধানমন্ডিতে ইফাতের গ্যাং রয়েছে। তার গ্যাংয়ের সদস্যরা প্রায়ই মারামারির সঙ্গে জড়িয়ে পড়ে। সম্প্রতি ইফাত ও তার গ্যাং বেশ কয়েকটি মারামারির ঘটনা ঘটিয়েছে।

আফরোজা বেগম জানান, গত বছর ধানমন্ডিতে ইফাতের একটি গাড়িচাপার ঘটনা আমার ছেলে দেখে ফেলে। ওই ঘটনা পুলিশের কাছে বলায় আমার ছেলেকে টার্গেট করে হামলা করা হয়। আসামিরা একটি ভবনের রুমের ভেতরে নিয়ে ছেলের ওপর হামলা চালায়।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স