বিজয় মানে স্বাধীন হওয়া
বিজয় মানে দখিন হাওয়া
বিজয় মানে এখন স্বাধীন
বিজয় মানে নয়তো অধীন
বিজয় মানে বাজাও বাঁশি
বিজয় মানে অট্টহাসি
বিজয় মানে সামনে চলি
বিজয় মানে সত্য বলি
বিজয় মানে নিঝুম রাতি
বিজয় মানে স্বচ্ছ বাতি
বিজয় মানে এই পতাকা
বিজয় মানে শক্ত থাকা
বিজয় মানে সাহস করা
বিজয় মানে রক্ত ঝরা।
বিজয় মানে একটুখানি হাসি
বিজয় মানে দেশকে ভালোবাসি।



আবদুল হামিদ সোহেল


