বিজয় দিবস! কী আনন্দ! দেশের সবাই খুশি আজ
রোদের সিকি ঝিকিমিকি আকাশ নীলে কারুকাজ।
বিজয় দিবস! কী আনন্দ! হাওয়ায় ওড়ে খুশির রেণু
‘সোনার বাংলা’ গানের সুরে মনে বাজে খুশির বেণু।
বিজয় দিবস! কী আনন্দ! বীরের গলায় ফুলের মালা
হরেক রকম আয়োজনে সাজায় সবাই খুশির ডালা।
বিজয় দিবস! কী আনন্দ! দিকে দিকে রঙিন সাজ
লাল-সবুজের নিশান হাতে মুক্তির মাথায় বীরের তাজ।
বিজয় দিবস! কী আনন্দ! বাবার হাতে রেখে হাত
পাড়ার মাঠে শোভাযাত্রায় খোকা হাঁটে সবার সাথ।
বিজয় দিবস! কী আনন্দ! তিরিশ লক্ষ বীরের গাথা
নিপুণ হাতে দাদি আঁকে সুই-সুতোতে নকশিকাঁথা।
বিজয় দিবস! কী আনন্দ! আকাশ নীলে রঙের মেলা
খুশির ভেলায় খোকা খুকুর যায় কেটে যায় সারা বেলা।
বিজয় দিবস! কী আনন্দ! বায়োস্কোপে মাতে সই
স্বাধীনতার সৌরভ মাখার এমন গৌরব পাবে কই?



সুব্রত চৌধুরী


