Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

প্রতীক্ষা

প্রতীক্ষা





 
অষ্টপ্রহর পার করেছ
কঠিন অপেক্ষাতে
মনের ক্ষয়ে ক্লান্ত পথিক
অজস্র আঘাতে।
শক্ত হাতে হাত মিলিয়ে
একই সঙ্গে চলা
গভীর স্রোতে গা ভাসিয়ে
মনের কথা বলা।
অবহেলার তীব্র ব্যথা
তিরস্কারের সুর
তোমায় পেয়ে ব্যথার সাগর
সবই হলো দূর।
প্রতীক্ষা আর অপেক্ষাতেই
এল মধুর ক্ষণ
ভূলোকজুড়ে মধু ছড়াব
আমি, তুমি দুজন।
 

কমেন্ট বক্স