Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

কৃতজ্ঞতা

কৃতজ্ঞতা





 
বাগানভরা ফুল দিয়ে
বৃক্ষে দিলে ফল
মাটি ফুঁড়ে দিলে তুমি
পুকুরভরা জল।

সূর্য ডুবে, চন্দ্র উঠে
তোমার লীলাখেলা
আকাশেতে সাদা কালো
কত মেঘের ভেলা।

শূন্যতে বাতাস দিয়ে
শরীর করলে শীতল
কূলহীন সাগরটা
বানিয়েছ অতল।

নরম একটা মন দিলে
বুকের ভেতর বাস
বেঁচে থাকার প্রধান সঙ্গ
শ্বাস-প্রশ্বাস।

চোখভরা মায়ার সাথে
নাকে আসে ঘ্রাণ
সব মিলিয়ে অপূর্ব
তোমার সৃষ্টি প্রাণ।
 

কমেন্ট বক্স