Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

পরস্পর

পরস্পর





 
জানালায় পরস্পর মুখোমুখি বসে থাকে
মেঘ আর রোদ্দুর,
জানি ওরা একে অপরকে ছুঁতে পারবে না কোনো দিন
বাড়ে আকাশের দূরত্ব বহুদূর।

আকাশে মেঘ ডাকে তারপর শ্রাবণও পেরোয়
সুখ যায়, দুঃখ আসে, দুঃখ যায় সুখ,
এভাবে অনেক গ্রীষ্ম-বর্ষা পেরিয়ে গেলেও
রেখে যায় অনলে পোড়া অসুখ।

এ-পক্ষ ও-পক্ষ দু’পক্ষ, আছে বহু মতলববাজ
যুক্তি-তক্কো-গপ্পো চায়ের পেয়ালায় তুফান,
জন্মান্ধ বাউলের তাতে কী আসে যায়;
কথারা সব ডালপালা ছড়ায়। খোলা থাকে দু’কান।

অদ্ভুত আঁধার নেমেছে আজ শুক্লপক্ষের ঘরেÑ
পলে-অনুপলে ধূসর ধুলাতে লালন গাইছে মরমি গান,
বাতাসে মিশে আছে সকল অবিনাশী আত্মা,
কৈ কারো মুখে শুনি না তো জীবনের জয়গান।
 

কমেন্ট বক্স