Thikana News
২৪ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

আবারও পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম

আবারও পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম ছবি সংগৃহীত
সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হককে পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৭ আগস্ট সোমবার খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও সুপার।

পিসিবি জানায়, গত সপ্তাহে ক্রিকেট টেকনিক্যাল কমিটির (সিটিসি) সদস্য হিসেবে নিয়োগ পান ইনজামাম। তাকে এবার জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইনজামাম এর আগেও ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত প্রধান নির্বাচক হিসেব দায়িত্ব পালন করেছিলেন। তিনি নির্বাচক থাকাকালীন ২০১৭ সালে সরফরাজ আহমেদের নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান।

সাবেক এই ক্রিকেটার আবারও কাজ করবেন পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থারের সঙ্গে। আসন্ন আফগানিস্তান সিরিজ, এশিয়া কাপ ও বিশ্বকাপের দল নির্বাচনের জন্য তাদের ওপরই ভরসা রাখছে পিসিবি।

পিসিবির টেকনিক্যাল কমিটির প্রধান মিসবাহ-উল-হক ইনজামামের ব্যাপারে সুপারিশ করেন পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের কাছে। এর আগে ইনজামাম ছাড়াও টেকনিক্যাল কমিটিতে নিয়োগ পান পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স