বলিউড অভিনেতা সাইফ আলি খানের বাড়িতে ঢুকে তাকে ছয়বার ছুরিকাঘাত করা সেই দুর্বৃত্তকে অবশেষে আটক করেছে মুম্বাই পুলিশ। ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) পুলিশের তদন্তে বেরিয়ে আসে হামলাকারীর ছবি। সিসিটিভি ক্যামেরা ফুটেজে ধরা পড়া সে হামলাকারীকে ভারতের বান্দ্রার স্টেশনে দেখা যায়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন বলছে, ১৭ জানুয়ারি (শুক্রবার) সকালে বান্দ্রার স্টেশনে ঘোরাফেরা করছিল হামলাকারী। তার সন্দেহজনক গতিবিধি পুলিশের নজরে পড়ার পর ভিডিও ফুটেজের সঙ্গে চেহারায় মিল পেলে তাকে আটক করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীর বয়ানের পাশাপাশি নেয়া হবে আহত সেইফের বয়ানও।
বর্তমানে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সফল অস্ত্রোপচারের পর আইসিইউতে ছিলেন সাইফ আলী খান। তবে সকালে অভিনেতার অবস্থা পুরোপুরি বিপদমুক্ত হলে আইসিইউ থেকে স্থানান্তর করে বিশেষ রুমে রাখা হয়েছে। একটু সুস্থ হলেই সাইফের মুখ থেকেই জানা যাবে হামলার দিনের ঘটনা।
১৫ জানুয়ারি (বুধবার) দিবাগত রাত ২টা নাগাদ নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলার শিকার হন সাইফ। হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে ছয়বার কোপান অভিনেতাকে। হামলার শিকার সাইফকে দ্রুত ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে। সেখানে সফল অস্ত্রোপচারের পর শঙ্কামুক্ত সাইফ এখনও রয়েছেন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে।
ঠিকানা/এএস



ঠিকানা অনলাইন


