Thikana News
২৬ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২৬ জুলাই ২০২৫

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের চেষ্টা করা হচ্ছে : স্বাস্থ্য উপদেষ্টা

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের চেষ্টা করা হচ্ছে : স্বাস্থ্য উপদেষ্টা ছবি সংগৃহীত
ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শনিবার (১৮ জানুয়ারি) সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের  জবাবে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক দলগুলো ছয় মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে; এই সময়ে নির্বাচন দেওয়া সম্ভব কি না এ প্রশ্নে তিনি বলেন, জনগণ যদি বলে কালকে আপনারা দায়িত্ব দিয়ে চলে যান, আমরা চলে যাব। আমরা দায়িত্ব নিয়ে আসছি, দায়িত্ব পালন করতে আসছি। জনগণ চাইলে আমরা থাকব, জনগণ না চাইলে চলে যাব। আর আমাদের প্রধান উপদেষ্টা তো একটা রোডম্যাপ বলে দিয়েছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার চেষ্টা করব। তার পরও যদি নানা সংস্কারের কথা আসে, জনগণ যদি মনে করে আমাদের আরও কিছুদিন কাজ করে যেতে হবে, সেখানেই উনি (প্রধান উপদেষ্টা) বলেছেন জুন পর্যন্ত। এই হচ্ছে আমাদের লেটেস্ট।

তিনি বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে। যেকোনো জায়গায় আমাদের চাহিদা কত, সেটি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। কোথায় কতজন ডাক্তার লাগবে, সেটা চাহিদা অনুযায়ী করতে হবে। আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের অভাব রয়েছে। আমরা যদি সত্যি সত্যি ভালোভাবে মেডিকেল কলেজগুলো করতে পারতাম, ভালো ডাক্তার তৈরি করতে পারি, আমাদের ডাক্তারা কিন্তু প্রমাণ করেছে, করোনাকালে আমরা কিন্তু কোথাও যাইনি। বাংলাদেশের ডাক্তাররাই কিন্তু চিকিৎসা করেছে। আর আমাদের লোকবলের চাহিদা কিন্তু প্রচুর। হাসপাতালে লোকবল দিতে পারছি না। কিন্তু ভবন বানানো হয়েছে। সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

তিনি কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক চিকিৎসাব্যবস্থা ঘুরে দেখে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।

তারপর স্বাস্থ্য উপদেষ্টা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিকেল এডুকেশন কনফারেন্স রুমে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে জানান, ওষুধের ওপর অতিরিক্ত শুল্ক কর কমাতে সুপারিশ করা হয়েছে। সংস্কার কমিটির প্রতিবেদনের পর দেশের স্বাস্থ্যসেবা খাতে বিগত বছরগুলোতে দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে রক্তদান কর্মসূচি ও অ্যাফেরেসিস মেশিন হস্তান্তরকালে উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ত্যাগ আমাদের স্বপ্নকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কয়েক মাস হলো আমরা দায়িত্ব গ্রহণ করেছি। এ দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে আমাদেরকে প্রাণান্তকর ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। আমাদের স্বপ্ন দেখাতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। আমরা যদি নিজেদেরকে পরিবার, সমাজ ও দেশের জন্য তৈরি করতে পারি, তবে আমরাই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স