Thikana News
২৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

হামাস আর গাজা শাসন করবে না: ট্রাম্পের উপদেষ্টা

হামাস আর গাজা শাসন করবে না: ট্রাম্পের উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ বলেছেন, হামাস আর কখনও গাজা শাসন করবে না। গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পর ১৯ জানুয়ারি (রবিবার) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর ‘স্টেট অফ দ্য ইউনিয়ন’-নামক অনুষ্ঠানে এ কথা বলেন মাইক। 
 
মাইক ওয়াল্টজ বলেন, ‘সেখানে আর কোনও সন্ত্রাসী সংগঠন থাকতে পারে না এবং তারা কখনও গাজা শাসন করবে না। ’

তিনি বলেন, ‘ইসরাইল এটি নিশ্চিত করার জন্য যা করার তা করবে এবং ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সমর্থন করবে - যাতে হামাস আর কখনও গাজা শাসন না করতে পারে। ’

তিনি আরও বলেন, ‘এর অর্থ এই নয় যে সেখানে হামাসের কোনো উপস্থিতি থাকবে না। এও নয় যে, আর লড়াই চলবে না। তবে তাদের (হামাস) জন্য সামনের পথ কঠিন হতে যাচ্ছে।’

বিশ্লেষকরা বলছেন, গাজার স্থিতিশীল এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ তৈরি করতে প্রগাঢ়, দীর্ঘমেয়াদি এবং কেন্দ্রীভূত কূটনীতির প্রয়োজন হবে। ওয়াল্টজের মতে, ট্রাম্পের এটি করতে সাহায্য করার ক্ষমতা আছে। 

ওয়াল্টজ বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প অনন্যভাবে সব পক্ষকে একত্রিত করতে পারেন।’

প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর ১৯ জানুয়ারি (রবিবার) বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথমদিনে তিন নারী ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স