Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

বেফানা পাগল দিন

বেফানা পাগল দিন





 
বেফানা বেগানা দিন
অপার-অসীম ঋণ
জানি না কিসের মায়া! কিসে হয় শোধ?
আমারে দিয়েছ সব
বুকে সেই কলরব
গহিন গোপনে জাগে, এই সুখবোধ।
নিঘুম নিঝুম রাত
তীক্ষ-ধারালো দাঁত
কামড়ে চলেছে শুধু! ভালো নেই মন!
দিয়েছ নিটোল সুখ
ফরসা আলোকমুখ
কী আছে তারচে’ বেশি চাইবার ধন?
পাগল পাগল প্রাণ
খুঁজিছে তোমার ঘ্রাণ
সুরের মাতাল নেশা, করে এলোমেলো;
তোমার প্রীতির ছায়া
জুড়ায় উতলা কায়া
ভাবি না তাই তো আর গেল সব গেল!
আমার জননী তুমি
প্রাণের গহিন ভূমি
নিয়ত তোমার পায়ে মাথা নুয়ে চুমি।

কমেন্ট বক্স