Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

আর্তি

আর্তি





 
তীব্র ঝাঁকুনিতে কাঁপে ভূমি, ইনসাফ রসাতলে
অস্থির তুবড়ি বাজির ডামাডোলে
টুকরো টুকরো বেদনায় কাঁদে ভক্তি উচ্ছ্বাস
অগ্নিস্ফুলিঙ্গ গ্রাস করে মিথ্যাচারের সম্প্রীতি
গোলকধাঁধায় লেখা রহস্য মজলুমের আর্তি ॥
সর্বজনস্বীকৃত জলবায়ু পরিবর্তনে তাপমাত্রা বৃদ্ধির ক্ষণে ডুবে যাবে কি সমুদ্রতীর?
ভূ-রাজনীতির উষ্ণতায় গৃহযুদ্ধের খেলায় উদ্বাস্তু মানুষ যাযাবর
শরীর যে স্নেহ, দয়া, ভালোবাসা চায়
ক্ষুধাতুর লোভে কি লুটেরা হবে ঘরছাড়া কাঙাল?
প্রশ্ন নয় উত্তর খোঁজে হাজারও শরণার্থী ॥
চিন্তা-চেতনায় টানাপোড়েন ভক্তির ন্যায়নীতি
মানবতার পতাকায় দাঙ্গা বাধে
বিশৃঙ্খলার মাঝে বেঁচে রয় সময়ের আখ্যান
উদার গণপরিবেশনায় তুষার শুভ্র
ঐতিহ্য দর্শন আর আপন দৃষ্টিভঙ্গি ॥
 

কমেন্ট বক্স