Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

রংচটা এই শহরে

রংচটা এই শহরে





 
এই শহরটাকে ইদানীং অচেনা মনে হয়
আলো, বাতাস সবই যেন অপ্রয়োজনীয়
যে পথে জন্মলগ্ন থেকে হেঁটে বেড়িয়েছি
তাও কেমন যেন মিইয়ে, রংচটা হয়ে গেছে
বটগাছটা উপড়ে ফেলা হয়েছে আধুনিক করতে
সব এলোমেলো, অজানা, অচেনা হলো তুমি যেতে যেতে।
শহরটা এমন কেন, চেনা মানুষ হারিয়ে যায়
অচেনারা কাছে এসে মায়াভরে হাত বাড়ায়।
এ শহরের চঞ্চলতা নিয়ে তুমি চলে গেছ
নিষ্প্রাণ, বিবর্ণ শহরে খুঁজি, মনে হয় আছ।

 

কমেন্ট বক্স