Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার-উড়োজাহাজ সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার-উড়োজাহাজ সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার সংগৃহীত





 
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রিগ্যান বিমানবন্দরের কাছে সামরিক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষের পর ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। 

স্থানীয় সময় ২৯ জানুয়ারি (বুধবার) একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে। 

এর আগে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সামরিক হেলিকপ্টারের সঙ্গে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উড়োজাহাজটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। 

সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) জানায়, স্থানীয় সময় রাত ৯টার দিকে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে রানওয়ে ৩৩-এর কাছে পৌঁছানোর সময় এ ঘটনা ঘটে। উড়োজাহাজটিতে ৬৪ জন আরোহী ছিল। এ ছাড়া সামরিক হেলিকপ্টারটিতে তিন সেনা সদস্য ছিলেন।  

ওয়াশিংটন ডিসি ফায়ার অ্যান্ড ইএমএস বিভাগ জানায়, উড়োজাহাজটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে, যা ওয়াশিংটন ডিসির মধ্য দিয়ে বয়ে গেছে।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভয়াবহ দুর্ঘটনা’ সম্পর্কে অবহিত হয়েছি। জরুরি পরিষেবা কর্মীদের ‘অবিশ্বাস্য কাজের’ জন্য ধন্যবাদ।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স