Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

একটা শপথ হোক

একটা শপথ হোক
খালেদ সরফুদ্দীন

দেশ দিয়েছেন জাতির জনক
দেশ গড়েছেন আপা,
কথাগুলো সত্য এবং
বিবেক দিয়ে মাপা।
মা ও মাসির ভালোবাসা এক হয়না জানি
কি দেখেছেন বাঙালিরা তুমি আমি মানি।
তলাবিহীন ঝুড়ির কথা
হয়না বলা আজ
পাচ্ছে মানুষ কথা এবং
কাজের কারুকাজ।

মেট্টোরেল আর উড়াল সেতু, কর্ণফুলি ট্যানেল
দেশের টাকায় উঠলো হেসে পদ্মাসেতুর চ্যানেল।
ব্যয়ের সাথে আয় বেড়েছে
গ্রাম হয়েছে শহর,
শেখের বেটির কথা কাজে
ভালোবাসার নহর।
শোকের মাসে বাংলাদেশে একটা শপথ হোক,
ক্ষমতাতে আবার আসুক জয় বাংলার লোক।

কমেন্ট বক্স