সুব্রত চৌধুরী
আগস্ট মাসের পনেরো তারিখ সেদিন শ্রাবণ রাতে
হায়েনারা হামলে পড়ে খুনের নেশায় মাতে।
শ্রাবণ রাতে মারল তোমায় মরল তোমার জায়া
রাসেল সোনার জন্য তাদের ছিল না তো মায়া।
শ্রাবণ রাতে তপ্ত সিসায় ঝাঁঝরা পিতার বুক
সিঁড়ির ‘পরে রক্তে লুটায় স্বাধীন দেশের সুখ।
শ্রাবণ এলে শোকের মাতম কানটা পাতি যদি
শোকের কান্না দিকে দিকে পদ্মা মেঘনা নদী।
শ্রাবণ এলেই কাঁদে মাটি, আকাশ-বাতাস-জল
সাগরবুকে শোকের উর্মি কান্না অবিরল।
শ্রাবণ এলে ক্ষোভের আগুন জ্বলে নিরবধি
লক্ষ কোটির চোখের জলে দেশটা শোকের নদী।
বাংলাদেশটা বলতে সবাই মুজিব তোমায় বুঝি
তাইতো আজো শ্রাবণধারায় তোমায় বেড়াই খুঁজি।