Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

‘গণঅভ্যুত্থানে নিহতরা ‘জুলাই শহিদ’ নামে স্বীকৃতি পাবেন’

‘গণঅভ্যুত্থানে নিহতরা ‘জুলাই শহিদ’ নামে স্বীকৃতি পাবেন’ ছবি : সংগৃহীত
ছাত্র-জনতার আন্দোলনে নিহতরা ‘জুলাই শহিদ’ ও আহতরা ‘জুলাই যোদ্ধা’ নামে স্বীকৃতি পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। ১৭ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ উপদেষ্টা জানান, ‘জুলাই অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, তারা জুলাই শহিদ নামে খ্যাত হবেন। এই নিরিখে সনদ ও পরিচয়পত্র পাবে নিহতদের পরিবার।’

আহতদের তিন ক্যাটাগরিতে ভাগ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। উপদেষ্টা বলেন, ‘যারা আহত হয়েছেন, তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন। এই নিরিখে তারা পরিচয়পত্র পাবেন এবং অন্যান্য সরকারি সুবিধাদি পাবেন। আজীবন চিকিৎসা সুবিধা পাবেন। তারপর তারা ভাতাও পাবেন।’

উপদেষ্টা জোর দিয়ে বলেছেন, নির্বাচিত সরকার আসবে জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে। তারা নিশ্চয় এই অধিদপ্তরের কার্যক্রম চালিয়ে যাবেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স