Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


সবুজপত্রে বার্তা

সবুজপত্রে বার্তা



 
সবুজপত্রে বার্তা এল
আসছে ঋতুসম্রাট।
শোভিত আজ ফুলে ফুলে
গগনতলের তল্লাট।

এসো সম্রাট এসো ধরায়
জাগাও মৃত তরু।
ফুল পাখিরা ডালে ডালে
গানের করুক শুরু।

ফুলের পাপড়ি মেলেছে বেশ
প্রজাপতি ওড়ে।
তুলেছে সুর অলির গুনগুন
সকল উদ্যানজুড়ে।

আনচান এখন কবিদের মন
কাব্য লিখবে কখন?
ষোড়শী সব সেজেছে আজ
করতে তোমায় বরণ।
 

কমেন্ট বক্স