সবুজপত্রে বার্তা এল
আসছে ঋতুসম্রাট।
শোভিত আজ ফুলে ফুলে
গগনতলের তল্লাট।
এসো সম্রাট এসো ধরায়
জাগাও মৃত তরু।
ফুল পাখিরা ডালে ডালে
গানের করুক শুরু।
ফুলের পাপড়ি মেলেছে বেশ
প্রজাপতি ওড়ে।
তুলেছে সুর অলির গুনগুন
সকল উদ্যানজুড়ে।
আনচান এখন কবিদের মন
কাব্য লিখবে কখন?
ষোড়শী সব সেজেছে আজ
করতে তোমায় বরণ।


জাহাঙ্গীর চৌধুরী


