Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

বসন্ত বাতাস

বসন্ত বাতাস





 
দিনপঞ্জিকা যখন প্রণয়পঞ্জিকা হয় তখন তার পাতায় থাকে শুধু একটিমাত্র মাস,
আর সেটি হচ্ছে চিরবসন্তের মাস। বছরব্যাপী উন্মত্ত চৈতি হাওয়ার
উষ্ণ অনুরাগে কাঁচা হলুদে মাখা
সোনালু ফুলে ফুলে ভরে যায়
প্রকৃতির আবহ প্রতিকৃতি,
বাতাসে বাতাসে ছড়িয়ে পড়ে
আতপ্ত ফুলের সুমিষ্ট গন্ধ,
হরিদ্রা বর্ণের প্রস্ফুটিত পাপড়িগুলো নিজের অজান্তেই সাদর আমন্ত্রণ জানায়
দূর থেকে উড়ে আসা প্রেমিক ভ্রমরকে। ঠিক তখনই কুসুম গাঁদা ফুলে
বসন্তবধূর সাজে প্রেমাস্পদ সহচরের পাশে বয়ে যায় মিষ্টি বসন্ত বাতাস।
 

কমেন্ট বক্স