Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

মুসলিম কমিউনিটির  সম্মানে মেয়রের  ইফতার

মুসলিম কমিউনিটির  সম্মানে মেয়রের  ইফতার ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটি মেয়র অফিসের পক্ষ থেকে মুসলিম কমিউনিটির সম্মানে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। এই ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে ১১ মার্চ মঙ্গলবার নিউইয়র্ক কাউন্টি সারোগেটস কোর্টহাউজ মিলনায়তনটি নিউইয়র্কের মুসলিম কমিউনিটির মিলনমেলায় পরিণত হয়। 
বিকেল থেকেই সিটি হলে আসতে শুরু করেন আমন্ত্রিত অতিথিরা। উপস্থিত ছিলেন মেয়র অফিসের কর্মকর্তা, কমিউনিটি লিডার, অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিশেষ করে মুসলিম কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজনেরা। 
ইফতার অনুষ্ঠানে বক্তব্য দেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। তিনি তার বক্তব্যে জোর দিয়ে বলেন, মুসলিম কমিউনিটি এই সিটির গুরুত্বপূর্ণ অংশ।  তিনি আরো বলেন, আমাদের সকল অগ্রগতি ও সমৃদ্ধিতে আপনারা অসামান্য অবদান রেখে চলেছেন। তাই সিটি অফিসের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। 
ইফতার অনুষ্ঠানে বিভিন্ন মুসলিম কমিউনিটির সরব উপস্থিতি ছিল। তবে বাংলাদেশি মুসলিম কমিউনিটির উপস্থিতি ছিল তুলনামূলক কম।

কমেন্ট বক্স