Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


এবছর স্বাধীনতা দিবসে হচ্ছে না কুচকাওয়াজ : স্বরাষ্ট্র সচিব

এবছর স্বাধীনতা দিবসে হচ্ছে না কুচকাওয়াজ : স্বরাষ্ট্র সচিব ছবি: সংগৃহীত



 
এবছর ২৬ মার্চ (স্বাধীনতা দিবসে) কুচকাওয়াজ হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। আজ আজ ১৬ মার্চ (রবিবার) দুপুরে পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বাধীনতা দিবসে আইনশৃঙ্খলা বা কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা, জানতে চাইলে সচিব বলেন, ‘আমি কোনো ঝুঁকি দেখছি না।’

এ বছর স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, ‘আমরা কোনো আনন্দ উল্লাসের মধ্যে নেই। গত ডিসেম্বরেও কুচকাওয়াজ হয়নি, মার্চেও হবে না।’

ঈদকে ঘিরে প্রস্তুতি বিষয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, ঈদকে সামনে রেখে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিচ্ছে। ঈদের সময় যাতে শ্রমিক অসন্তোষ না হয়, শ্রমিকদের বেতন যেন নির্ধারিত সময়ে দেওয়া হয়, কোনো সম্পত্তি যেন ধ্বংস না হয়, সে সব নিয়ে আমরা সতর্ক আছি। 

এ ছাড়া ঈদের সময় পথে পথে চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা রোধেও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে বলে জানান স্বরাষ্ট্র সচিব।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স