সামাজিক সংগঠন ভালো’র (BHALO) উদ্যোগে গত ১৩ মার্চ বার্ষিক ইফতার-ডিনার আয়োজন করা হয়। এতে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দসহ নানা শ্রেণি- পেশার প্রায় ৫ শতাধিক ব্যক্তি অংশ নেন। এ আয়োজনের মূল লক্ষ্য ছিল রমজানের মহিমা উদযাপন ও গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু নিয়ে আলোচনা। অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্য রাখেন ভালোর অ্যাক্সিকিউটিভ ডিরেক্টর শারিয়ার রহমান। এরপর একে একে বক্তব্য রাখেন লেফটেন্যান্ট গভর্নর আন্তোনিও ডেলগাডো, কনসাল জেনারেল নাজমুল হুদা, পাবলিক অ্যাডভোকেট জুমানে ডি. উইলিয়ামস, এনওয়াইসি কাউন্সিল স্পিকার অ্যাড্রিয়েন ই. অ্যাডামস, অ্যাসেম্বলি মেম্বার জোহারান কে. মামদানি, কাউন্সিল মেম্বার শেখার কৃষ্ণান, লিন্ডা লি, জুলি ওয়ান, এনওয়াইসি MOIA কমিশনার ম্যানুয়েল ক্যাস্ত্রো ও কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস। বক্তারা অভিবাসীদের অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় ভালো তার পূর্ববর্তী কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করে। যার মধ্যে রয়েছে- একটি কমিউনিটি সেন্টার নির্মাণ, অটিজম সচেতনতা কর্মসূচি ও মানসিক স্বাস্থ্য ক্লিনিক চালুর পরিকল্পনা।
বিশেষ ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে নিউইয়র্ক এবং বাংলাদেশে ভালো’র সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। যেখানে খাদ্য নিরাপত্তা, শিক্ষা এবং নাগরিক সম্পৃক্ততা বিষয়ে সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের, সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য, সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা একসঙ্গে ইফতার ও মাগরিবের নামাজ আদায় করেন।
এই আয়োজনে অংশগ্রহণকারী সব অতিথি, বক্তা, সহযোগী প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



ঠিকানা রিপোর্ট


