Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

‘আলিয়া আমার প্রথম স্ত্রী নন’, অভিনেতা নিজেই জানালেন এ বিষয়ে  

‘আলিয়া আমার প্রথম স্ত্রী নন’, অভিনেতা নিজেই জানালেন এ বিষয়ে   ছবি : সংগৃহীত
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর-আলিয়া ভাট। তাদের এক কন্যাও রয়েছে। প্রায় সময় তাদের পরিবার নিয়ে আলোচনা চলে। তবে এবার এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন আলিয়া ভাটের আগেও বিয়ে হয়েছে তার। তার প্রথম স্ত্রীর প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন এই নায়ক। আর এ ঘটনার পর থেকেই নতুন চর্চা চলছে রণবীর-আলিয়াকে নিয়ে। 

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সম্প্রতি ম্যাশেবল ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতায় রণবীর কাপুরকে তার জীবনের সবচেয়ে অদ্ভুত ভক্তের অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। উত্তরে তিনি বলেন, আমি এটাকে পাগলামি বলতে চাই না, কারণ এটা নেতিবাচক শোনাতে পারে।

তিনি বলেন, আমার ক্যারিয়ারের শুরুর দিকের কথা। একদিন আমার বাসার দারোয়ান  জানায় যে একটি মেয়ে পুরোহিত নিয়ে আমার বাড়িতে এসেছিল। মেয়েটি আসলে আমাকে বিয়ে করার জন্য পুরোহিতের সঙ্গে আসে। আর আমি তখন শহরের বাইরে ছিলাম। কিন্তু সে আমার সঙ্গে দেখা না পেয়ে, বাড়ির গেটকেই বিয়ে করে। গেটে টিকা ও ফুল রেখে গিয়েছিল। আমি মনে করি, এটা ভালোবাসা ছাড়া কিছু নয়। আজও আমি আমার সেই ‘প্রথম স্ত্রীর’ সঙ্গে দেখা করিনি, তবে কখনও সুযোগ পেলে দেখা করতে চাই। 

উল্লেখ্য, রণবীর কাপুর ২০২২ সালে অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করেন। তাদের এক কন্যাসন্তানও রয়েছে। আলিয়া ও রণবীর কয়েক বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্তে আসেন। অন্যদিকে, রণবীর কাপুর তার ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৭ সালে সঞ্জয় লীলা বনশালীর ‘সাঁওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে। বর্তমানে তিনি বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় কাজ করছেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স