Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, ৪ জনের লাশ উদ্ধার

রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, ৪ জনের লাশ উদ্ধার ছবি সংগৃহীত
মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে সাগরপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় তিন নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া এলাকায় শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় মরদেহগুলো ভেসে আসে। উদ্ধার কার্যক্রম চলাকালে বিজিবির এক সদস্য সাগরে নিখোঁজ হয়েছেন।

উদ্ধার হওয়া নারীদের বয়স আনুমানিক ২৭ থেকে ২৮ বছরের মতো হবে বলে জানিয়েছেন স্থানীয় সাবরাং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ফারিহা ইয়াসমিন।

এর আগে সকালে নৌকাটি নাফ নদীর মোহনা হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সাগর উপকূল থেকে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে এক বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌঘাট দিয়ে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা অবৈধভাবে সাগরপথে বাংলাদেশের অনুপ্রবেশকালে নৌকার তলা ফেটে গিয়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। নৌকাডুবির খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে বিজিবির সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার কার্যক্রম চলাকালে বিজিবির এক সদস্য সাগরে নিখোঁজ হন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স