Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

ঢাকা ছাড়ছে মানুষ, স্টেশন-টার্মিনালে উপচে পড়া ভিড়

ঢাকা ছাড়ছে মানুষ, স্টেশন-টার্মিনালে উপচে পড়া ভিড় ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছে মানুষ। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আজকের দৃশ্য।
পরিবার-প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছে মানুষ। অন্য দুই দিনের তুলনায় আজ রেল স্টেশন-বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কার্যত আজ থেকে সরকারি অফিসসহ বেশিরভাগ প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হচ্ছে।
আজ ২৬ মার্চ (বুধবার) মহান স্বাধীনতা দিবসের ছুটি পাচ্ছে সরকারি অফিসসহ অধিকাংশ প্রতিষ্ঠান। আগামীকাল বৃহস্পতিবার নাম মাত্র কার্যক্রম চলবে। তাই অনেকেই একদিনের ছুটি নিয়ে নিজেদের গন্তব্যে যাত্রা শুরু করেছেন।

রাজধানীর বিভিন্ন টার্মিনাল ও স্টেশন ঘুরে দেখা যায় সকাল থেকেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই চাপ বেড়েছে কয়েকগুণ। সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের চাপে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। গরম ও যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

যানজটের বিষয়ে কথা হয় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সঙ্গে। তিনি জানান, আজ সকাল থেকেই কমলাপুর ও সদরঘাটে যাত্রীদের ভিড় বেশি হওয়ায় যানজট দেখা গেছে। বিকেলের দিকে যাত্রীদের চাপ বাড়লে যানজট আরেকটু বাড়তে পারে।

বাস টার্মিনাল, ঘাট ও স্টেশনগুলোর নিরাপত্তার ইস্যুতে মোজাম্মেল হক চৌধুরী বলেন, দেশের বর্তমান পরিস্থিতি সবারই জানা। তারপরও আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করছি। প্রশাসনিক কর্মকর্তারদের সঙ্গে নিয়মিত এসব বিষয়ে আলাপ হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি।

কল্যাণপুরের এমআর পরিবহনের ম্যানেজার আব্দুল আলিম বলেন, অগ্রিম টিকিট কাটা যাত্রীদের ভিড় বেড়েছে। তবে রাতে ভিড় আরও বাড়বে। যেহেতু আজ থেকে ছুটি শুরু হয়েছে। এখন তাই ভিড়ও বাড়বে।

এদিকে আজ সকাল থেকে রাত পর্যন্ত মোট ৬৯টি ট্রেন ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন গন্তব্যে যাবে। ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানিয়েছেন, ঈদ যাত্রার অন্য দুই দিনের তুলনায় আজ যাত্রীদের ভিড় বেশি। যাত্রীদের সেবা নিশ্চিতে রেল কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সেরেছে। স্টেশনের শুরু থেকে ট্রেনের গন্তব্য পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টিকিট যাচাইয়ের জন্য ভেরিফিকেশন করা হচ্ছে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স