রক্তে লেখা জীবন দিয়ে
দেশের জন্য মেনে নিয়ে
দুঃখ ছিল না এতে,
ছিনিয়ে নেয়ার ছিল জয়
করেনি কেউ মরণের ভয়
একটি পতাকা পেতে।
সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে
হয়েছিল হাতে অস্ত্র ধরতে
হলেও সবকিছু শেষ,
জেগেছিল মুক্তির আকুতি
পেতে দিয়েছিল আত্মাহুতি
স্বাধীন এই বাংলাদেশ।
                           
                           
                            
                       
    
 
 


 হাফিজুর রহমান 
                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
