পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস, লেগ স্পিনার রিশাদ হোসেন ও পেসার নাহিদ রানা। যদিও বাংলাদেশের খেলা থাকায় তাদের এনওসি (অনাপত্তিপত্র) পাওয়া নিয়ে ছিল শঙ্কা। তবে, শেষমেশ তাদের অনাপত্তিপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
জানা গেছে, পুরো আসরেই খেলার জন্য অনুমতি দেওয়া হয়েছে লিটন ও রিশাদকে। তবে নাহিদ রানার ছুটি একটু কম। পিএসএলের মধ্যেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য জিম্বাবুয়ে দেশে আসবে, তাই পুরো টুর্নামেন্টে নাহিদকে পাওয়া যাবে না।
এবারের পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে ‘গোল্ড’ বিভাগ থেকে নাহিদকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। এছাড়া করাচি কিংসে লিটন ও লাহোর কালান্দার্সে রিশাদ ডাক পান। আগামী ২৬ এপ্রিল থেকে নাহিদ পিএসএলে যোগ দিতে পারেন বলে জানা গেছে।
রিশাদকে পুরো টুর্নামেন্টের জন্য অনুমতি দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই। কারণ, লাল বলে এখনো তার অভিষেকই হয়নি। তবে লিটন টেস্ট দলের একজন নিয়মিত সদস্য। জিম্বাবুয়ে প্রতিপক্ষ হিসেবে অত ‘চ্যালেঞ্জিং’ না দেখেই তাকে পুরো টুর্নামেন্টের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।
ঠিকানা/এএস