Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫
আটলান্টা ও বাফেলোতে নতুন শাখা চালু হচ্ছে

কমিউনিটির আস্থায়  বাংলা ট্রাভেল 

কমিউনিটির আস্থায়  বাংলা ট্রাভেল  সংগৃহীত
নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন স্বনামধন্য ট্রাভেল এজেন্সি বাংলা ট্রাভেলস ও ডিজিটাল ওয়ান সততার সাথে কমিউনিটিকে সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠার ২৬ বছরে বাংলাদেশি কমিউনিটিতে বিশ্বস্ত ও আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। সুলভ ও সহজে অসংখ্য বাংলাদেশি হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এই প্রতিষ্ঠানের মাধ্যমে নির্বিঘ্নে পবিত্র হজ ও ওমরাহ হজ পালন করে আসছেন। 
বাংলা ট্রাভেলস ও ডিজিটাল ওয়ানের প্রেসিডেন্ট ও সিইও বেলায়েত হোসেন বেলাল ঠিকানাকে জানিয়েছেন, প্রবাসীদের ভালোবাসায় বাংলা ট্রাভেল এগিয়ে চলেছে। সততাই আমাদের মূলধন। তিনি জানান, নিউইয়র্কের গণ্ডি পেরিয়ে বাংলা ট্রাভেল যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে পা বাড়াতে যাচ্ছে শিগগির। গ্রাহকদের চাহিদা বেড়ে যাওয়ায় আগামী মে মাসে জর্জিয়ার আটলান্টায় আসছে নতুন শাখা বাংলা ট্রাভেল। এরপর জুন মাসে আরো একটি নতুন শাখা হবে নিউইয়র্কে বাফেলোয়। এ সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 
বেলায়েত হোসেন বেলাল জানান, ভবিষ্যতে চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন স্টেটে শাখা খুলবে বাংলা ট্রাভেল। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাইরে বাংলাদেশেও বাংলা ট্রাভেলের শাখা খোলা হয়েছে, যা ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। ঢাকায় হযরত শাহজালাল (র.) বিমানবন্দরে বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলা ট্রাভেলের ভিআইপি সার্ভিস রয়েছে। এসব সেবা পেয়ে যাত্রীদের দীর্ঘযাত্রার কষ্ট অনেকাংশে লাঘব হচ্ছে। 
বেলাল জানান, নিউইয়র্কে বাংলা ট্রাভেল অন্যতম প্রধান ট্রাভেল এজেন্সি, যারা বিশ্বের প্রায় প্রতিটি এয়ারলাইন্সের সরাসরি এজেন্ট। নিউইয়র্কের অনেক ট্রাভেল এজেন্সি তাদের প্রতিষ্ঠান থেকে হোলসেলে টিকেট নিয়ে ব্যবসা পরিচালনা করছে। 
এয়ার টিকেট ছাড়াও বাংলা ট্রাভেল বাংলাদেশি কমিউনিটিতে নানান সেবা দিয়ে আসছে। এরমধ্যে অন্যতম ইমিগ্রেশন সেবা। যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো সেবা নেওয়া যায় প্রতিষ্ঠান থেকে। এছাড়া বিশ্বের যে কোনো দেশের ভিসা ফরম পূরণসহ এ সংক্রান্ত প্রায় সকল সেবা পাওয়া যায় বাংলা ট্রাভেলে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকেরা পাসপোর্ট আবেদন ও নবায়নে সেবা নিতে পারছেন বাংলা ট্রাভেল থেকে। এ কাজে অভিজ্ঞ কর্মী বাহিনী রয়েছে প্রতিষ্ঠানটিতে। এখানে উল্লেখ্য, প্রতিষ্ঠানটির কর্ণধার বেলায়েত হোসেন বেলাল একজন অভিজ্ঞ প্যারালিগ্যাল। 
উল্লেখ্য, ২৬ বছর আগে হাঁটি হাঁটি পা পা করে যাত্রা শুরু করেছিল ডিজিটাল ওয়ান ট্রাভেল। দীর্ঘ এই পথচলা কখনোই মসৃন ছিল না। সময়ের পথ পরিক্রমায় এবং অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ডিজিটাল ওয়ান ট্রাভেল প্রবাসে ট্রাভেল ব্যবসায় শীর্ষস্থান দখল করেছে। সময়ের সাথে তাল মিলিয়ে ডিজিটাল ওয়ান ট্রাভেল এই প্রবাসে পরিচিতি পেয়েছে ‘বাংলা ট্রাভেল’ হিসাবে। 

কমেন্ট বক্স